2024-11-02
agartala,tripura
অপরাধ রাজ্য

রাজধানীতে প্রকাশ্যে ট্রাফিক কর্মীকে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে আটক এক অভিযুক্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে রাজধানীতে প্রকাশ্যে ট্রাফিক কর্মীকে হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে আটক এক অভিযুক্ত। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। ধৃত অভিযুক্তর নাম দীপ দত্ত। তার বাড়ি রাজধানীর অরুন্ধতীনগর এলাকায়। পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। সম্প্রতি রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় দুই ট্রাফিক পুলিশ কর্মীকে হেনস্তা করে তিন যুবক।

সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় একটি মামলা রুজু করা হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে দীপ দত্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক। তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিসের তরফে অভিযান চলছে। একথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কে কিরণ কুমার।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service