জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো রাজধানীতে উদ্ধার মৃতদেহ, মৃতের নাম শিপ্রা বিশ্বাস, ঘটনা রাজধানীর গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায়। জানা যায় মৃতা শিপ্রা বিশ্বাস বিগত তিন মাস ধরে গ্র্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন এবং তিনি বেসরকারি একটি হোটেলে রান্নার কাজ করতেন, স্বামীর সাথে ছাড়াছাড়ির পর তিনি অবৈধভাবে এক পুরুষের সাথে এই বাড়িতে বসবাস করতেন, কিন্তু গতকাল সরস্বতী পুজোর দিন মৃত মহিলার সাথে থাকা ব্যক্তি সকালে ঘর থেকে বেরিয়ে যায়।
তারপর ঘরের দরজা একটু ফাঁকা দেখে বাড়ির মালিক মনে করেন যে কেউ ঘরে রয়েছেন। কিন্তু আজ সকালে যখন ওরা টের পায় তখন ঘরে ঢুকে দেখে মৃত অবস্থায় এই মহিলাটি পড়ে রয়েছে, তখন বাড়ি মালিক পুলিশে খবর দিলে সদর এসডিপিও দুলাল দত্ত সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায় ও ডাকা হয় ফরেনসিক টিমকে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, সন্দেহের তীর এই মহিলার সাথে থাকা জনৈক ব্যক্তির উপর।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।