Site icon janatar kalam

রাজধানীতে উদ্ধার পাঁচ লক্ষ টাকার গাঁজা গ্রেপ্তার এক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করেছে প্রায় ৮৭ কেজি গাঁজা।  যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এসডিপিও। এ নিয়ে এসডিপিও জানিয়েছেন, রাত্র আনুমানিক এগারোটা নাগাদ এয়ারপোর্ট থানায় একটি ফোন আসে, যে ইন্দো বাংলা সীমান্তের ভাগলপুর এলাকায় প্রীতম বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমাণ শুকনো গাজা মজুদ রয়েছে। যেকোনো সময় সেই গাঁজা পাচার হয়ে যেতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রীতম বিশ্বাসের বাড়িটি ঘেরাও করে সার্চ করা শুরু করে। এ সময়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। একইসঙ্গে পুলিশ গ্রেফতার করেছে প্রীতম বিশ্বাসকেও। মঙ্গলবার পুলিশ তাকে আদালতে তুলেছে রিমান্ড চেয়ে। রিমান্ডে আনলেই প্রীতমের কাছ থেকে জানা যাবে মূল রহস্য।  কোথায় পাচার করার জন্য গাজা গুলিকে মজুদ করা হয়েছিল।

Exit mobile version