Site icon janatar kalam

রাজকোট–পোরবন্দর রুটে নতুন লোকাল ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য

জনতার কলম ওয়েবডেস্ক :- দুই দিনের গুজরাট সফরে আজ রাজকোট রেলওয়ে স্টেশন থেকে রাজকোট–পোরবন্দর রুটে চলাচলকারী বিশেষ ট্রেনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য। এদিন তিনি দুইটি নতুন লোকাল ট্রেন পরিষেবা শুরুর ঘোষণাও করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ডা. মাণ্ডব্য বলেন, রাজকোট ও পোরবন্দরকে সংযুক্ত করা এই নতুন ট্রেন পরিষেবা সওরাষ্ট্র অঞ্চলের উন্নয়নে আরও গতি আনবে। তিনি জানান, দৈনন্দিন যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন এবং এই রুটে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।

নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আনন্দের স্রোত দেখা গেছে, কারণ দীর্ঘদিন ধরে যাত্রীদের ভ্রমণ সুবিধা বৃদ্ধির দাবি ছিল। রেল বিভাগের উদ্যোগে সওরাষ্ট্র অঞ্চলের সংযোগ আরও শক্তিশালী হলো।

Exit mobile version