Site icon janatar kalam

রাখি বন্ধন সমাজের মা-বোন সহ প্রতিটি নারীর প্রতি দায়বদ্ধতাকে মনে করিয়ে দেয় : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর। রাখিবন্ধনের মতো পবিত্র উৎসব এই সম্প্রীতির বাতাবরণকে আরও সুদৃঢ় করে। আজ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রামনগর শাখায় রাখিবন্ধন উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাখিবন্ধন উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় ভাইবোনের একে অপরের প্রতি স্নেহ ভালবাসার সম্পর্ক ও দায়িত্বের কথা। জন্মের পর থেকেই মানুষ এই বন্ধনে আবদ্ধ। রাখিবন্ধন উৎসব শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের ভিত্তিকেও সুদৃঢ় করেনা, এই বন্ধন সমাজের মা-বোন সহ প্রতিটি নারীর প্রতি দায়বদ্ধতাকে মনে করিয়ে দেয়। তাই রাখিবন্ধন উৎসবের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার মহিলা ক্ষমতায়ণ ও সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করেছে। সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে। সরকারি মার্কেট স্টল ও শপিং কমপ্লেক্স বণ্টনের ক্ষেত্রে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রথম ১০০ জন ছাত্রীকে বিনামূল্যে স্কুটি দেওয়ার জন্য রাজ্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। স্বসহায়ক দলের সাথে যুক্ত মহিলা সদস্যাদের স্বনির্ভর করে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্যের মেয়েরা এখন বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা প্রমাণ করছে। অনুষ্ঠানে তাছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে মমতা বেহেনজী।

Exit mobile version