জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে গিয়ে বাড়িতে ফিরে এসে দেখে দুঃসাহসিক চুরি হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ । ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার বিকেলে রাউৎখলা এলাকার কল্পনা দেবী চক্রবর্তী শ্রাদ্ধের নিমন্ত্রণ খাবার জন্য পশ্চিম লক্ষীবিল এলাকায় নিজ পুরান বাড়িতে চলে যান, সেই সুযোগ কাজে লাগিয়ে চোরের দল রাউৎখলা এলাকার কল্পনা দেবী চক্রবর্তীর বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ঘরে থাকা সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে ঘরে থাকা ২০ থেকে ৩০ টাকা নিয়ে চম্পট দেয় ।মঙ্গলবার সকাল ১১ টায় কল্পনা দেবী চক্রবর্তী পশ্চিম লক্ষ্মীবিল থেকে রাউৎখলা নিজ বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে এবং ঘরে থাকা সমস্ত জিনিসপত্র একেবারে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে, তা দেখে কান্নায় ভেঙে পড়ে অসহায় মহিলা কল্পনা দেবী, খবর যায় বিশালগড় থানায়, পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে করেছে ।