Site icon janatar kalam

রহস্যজনক মৃতদেহ উদ্ধার এক ব্যবসায়ীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো এক রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি। এবার নির্জন স্থান থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর মৃতদেহ। মৃত ব্যবসায়ীর নাম শংকর দেবনাথ। বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনার বিবরণে জানা যায় সেকেরকোট দীনদয়াল চৌমনি এলাকার সংকর দেবনাথ শুক্রবার বিকেলে ফুলতলী বাজারে উনার নিজের দোকানে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়।রাতে আর তিনি বাড়ি ফেরেননি। ফলে স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পায়নি। এর মধ্যেই শনিবার সকালে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের পেছনে একটি নির্জন জায়গায় শংকর দেবনাথের মৃতদেহ দেখতে পায় ফুলতলী বাজারের আশেপাশের লোকজন। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় আমতলী থানায় এবং মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের।আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের লোকজন। তবে মৃতদেহের পাশে একটি কীটনাশক ঔষধের বোতল পাওয়া গেছে। মৃত শংকর দেবনাথের পরিবারের লোকদের বক্তব্য, তাদের পারিবারিক কোন সমস্যা ছিল না। তাই স্বাভাবিকভাবেই কিভাবে এই ঘটনার সংঘটিত হলো তা পরিবারের লোকজন সহ স্থানীয়রা কেউ বুঝে উঠতে পারছে না। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। মৃতদেহের ময়না তদন্তের পর আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন পুলিশ সহ মৃত ব্যক্তির পরিবারের লোকজন এবং স্থানীয়রা।

 

Exit mobile version