Site icon janatar kalam

রহস্যজনক ভাবে গলা এবং হাত কাটলো এক যুবতীর

Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্যজনক ভাবে গলা এবং হাত কাটলো এক যুবতীর। বাড়ি রাজধানীর বনমালিপুর লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায়। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি কেউ খুনের চেষ্টা করেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি যুবতীর নাম প্রিয়াঙ্কা দেববর্মা। বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাত ও গলায় আঘাত অনেকটা গভীর।

ওই যুবতী কথা বলার মতো অবস্থায় নেই কি ভাবে এই ঘটনা ডাক্তাররা বলতে পারছেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন যুবতীর আত্মীয় পরিজনেরা তারাও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে রাজি নন। তিনি আত্বহত্যার চেষ্টা করেছেন কিনা করলে কি কারণে করেছেন নাকি কোনো দুষ্কৃতী খুনের চেষ্টা করেছে তা সঠিক পুলিশি তদন্তেই বের হয়ে আসবে।

Exit mobile version