জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ বর্তমানে এক রূপান্তরমূলক যাত্রাপথে রয়েছে — বিশেষত উৎপাদন খাতে গঠনমূলক সংস্কারের মাধ্যমে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি জানান, ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতি।
সিডনিতে আয়োজিত ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ডিফেন্স ইন্ডাস্ট্রি বিজনেস রাউন্ড টেবিল-এ বক্তব্য রাখতে গিয়ে রক্ষামন্ত্রী বলেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে উদারীকরণ করা হচ্ছে। নীতিগত হস্তক্ষেপ ও প্রশাসনিক জটিলতা হ্রাসের মাধ্যমে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের জন্য একটি সহজ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
তিনি জানান, গত অর্থবছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। পাশাপাশি, ভারতের প্রতিরক্ষা রপ্তানিও বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬২২ কোটি টাকা, এবং বর্তমানে ভারতীয় কোম্পানিগুলি প্রায় ১০০টি দেশে রপ্তানি করছে।
রাজনাথ সিং বলেন, শক্তিশালী জাহাজ নির্মাণ সক্ষমতা, বৈচিত্র্যময় উৎপাদনভিত্তি এবং বেসরকারি খাতের উদ্ভাবক ও স্টার্টআপের ক্রমবর্ধমান পরিবেশের কারণে ভারত আজ বিশ্বে একটি নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত।
তিনি আরও বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্প এবং ডিজিটাল রূপান্তর উদ্যোগ ভারতের প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন ও বিনিয়োগের এক অনুকূল পরিমণ্ডল সৃষ্টি করেছে।
রক্ষামন্ত্রী অস্ট্রেলিয়ার ব্যবসায়িক সম্প্রদায়কে আহ্বান জানান, “ভারতের সঙ্গে বিনিয়োগ করুন, সহযোগিতা করুন ও উদ্ভাবনে অংশ নিন।” তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়া যৌথভাবে অত্যাধুনিক প্রযুক্তি বিকাশ এবং উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্ম নির্মাণে একসঙ্গে কাজ করতে পারে।