জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজকে দেশ অনেক পাল্টে গেছে। চারিদিকে নারী শক্তির জয়জয়কার। যুব শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি সহ বিভিন্ন ধরণের উদ্ভাবনী কাজে তরুণ-তরুণীরা দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে। রক্তের কোন কোন জাত নেই। রক্তের রঙ একটাই। রক্ত দানের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা অন্য কিছুতে নেই।
শনিবার নিজ বিধানসভা কেন্দ্রের দলুরাতে এক রক্তদান শিবিরে একথা বললেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন দিন দয়াল উপাধ্যায় গ্রামীন কৌশল্যা যোজনার অধীন নালন্দা এডুকেশন সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির হয়। এদিন সংস্থার দলুরা অফিসে রক্তদান শিবির করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যরা। শিবিরকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরে ৩০ জন রক্ত দেন।