জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোট জনসংখ্যার ১ শতাংশ রক্ত মজুদ রাখতে হয়। সেই হিসাবে রাজ্যে ৪০ হাজার ইউনিট রক্ত রাখতে হবে। গত অর্থ বছরে রাজ্যে ৪২ হাজার ইউনিট রক্ত লেগেছিলো। জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করে রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদ। তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য সচিব কিবণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। সোমবার প্রজ্ঞা ভবনে এই রক্তদান শিবির হয়।
এদিনের এই শিবিরে মহিলাদেরকেও রক্তদান করতে দেখা যায়। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে মানুষকে রক্তদানের প্রতি আহ্বান জানান। রক্তদানের পর তা চার ভাগে বিভক্ত করে ৪ জনের জীবন বাঁচানো যায়। কিন্তু এই রক্ত একটি নির্দিষ্ট সময় পর খারাপ হয়ে যায়। তাই চাহিদার সঙ্গে যোগান স্বাভাবিক রাখতে নিয়মিত রক্তদান শিবির করতে হয়। উল্লেখ্য রাজ্যে ১২টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে সরকারি। আর ২ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে বেসরকারি। প্রায়ই এই ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়। আর সেইজন্যই মুখ্যমন্ত্রীর এই আহ্বান।