জনতার কলম আগরতলা প্রতিনিধি :-বিজেপি লিগেল সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলায় যক্ষা নিবারণি হলে। তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্নরা।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে নিয়মিত রক্তদানের আহ্বান জানান। কারণ রক্ত বেশি দিন সংরক্ষিত করে রাখা যায় না। তাই একসঙ্গে বেশি সংখ্যায় রক্তদান না করে ধারাবাহিক ভাবে নিয়মিত রক্তদানের আহ্বান জানান তিনি। কার রক্ত কার কাছে যাচ্ছে তা কেও জানেন না। রক্তদান হচ্ছে মহৎ দান।