জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের সংকট মেটাতে এখন ডায়াগোনোস্টিক সেন্টারের কর্মীরাও এগিয়ে আসছেন। আগরতলার একটি ডায়াগোনোস্টিক সেন্টার এর ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা সহ অন্যান্যরা।
রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সহযোগিতায় এই রক্তদান শিবির হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র উদ্যোক্তাদের প্রশংসা করেন। পাশাপাশি এই ধরণের ডায়াগোনোস্টিক সেন্টারগুলি আরো ভালো ভাবে পরিষেবা দেবে বলে আশা ব্যক্ত করেন। শিবিরে রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহিত করেন মেয়র সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।