জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যেকটা ব্যক্তির সমাজের জন্য কিছু করা দরকার সেই উদ্ভুদেই কাজ এগিয়ে যেতে হবে। মঙ্গলবার আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুলে জাতীয় পরিষেবা প্রকল্পের বিশেষ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। এই দিনের বিশেষ ক্যাম্পিং য়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচাৰ্য কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুলের প্রধান শিক্ষক সহ জাতীয় পরিষেবা প্রকল্পের আধিকারিকরা। এদিন জাতীয় পরিষেবা প্রকল্পের বিশেষ ক্যাম্পিং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির পরিদর্শন শেষে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি বলেন রক্তদান মহৎ দান এই ধরনের কর্মসূচিতে সকল অংশের জনগনকে এগিয়ে আসার দরকার পাশাপাশি তিনি আরো বলেন যে ভাবে এন এস এস রা স্কুল জীবন থেকেই জনগনের সেবা নিয়মিত করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।