Site icon janatar kalam

রক্তদানের পাশাপাশি সমাজকে স্বচ্ছ রাখাও একান্ত প্রয়োজন : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তদানের মত সমাজকে স্বচ্ছ রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।শুক্রবার আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুক্রবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধায়িকা মিনারানী সরকার ,বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার রয়েছে। আমরা বিষয়টি তেমনভাবে চিন্তা করিনা বলে এই শিক্ষা নিতে পারি না। তিনি বলেন, দূষিত রক্ত যেমন মানুষের শরীর গ্রহণ করেনা ,তেমনই অসচ্ছ্ব বিষয়গুলিও সমাজ গ্রহণ করে না । এক সময়ে সমাজকে যারা বিষাক্ত করে তুলেছিল তাদের সমাজ বর্জন করেছে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজের স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথা দেশবাসীর সামনে সহজ সরল ভাষায় তুলে ধরেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যে রক্তদান একটি বিশেষ জায়গা করে নিয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সমাজের সব কয়টি সংগঠন এবং মানুষের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান ।এই আহবানে সাড়া দিয়েই রাজ্যবাসী রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে এসেছেন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই মেগা রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন এবং অভিনন্দন জানান ।এই রক্তদান শিবির কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Exit mobile version