জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (TPSC)-এর পরীক্ষায় উত্তীর্ণ তিনজন নতুন প্রার্থীর হাতে বুধবার নিয়োগপত্র তুলে দিলেন বিদ্যুৎ ও নির্বাচন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রীর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে নবনিযুক্তদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্পষ্ট জানান—বর্তমান রাজ্য সরকার স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক নিয়োগ ব্যবস্থায় বিশ্বাস করে। তিনি বলেন, “আগের সরকারের সময় চাকরিপ্রার্থীদের রাজনৈতিক সভায় যাওয়া থেকে শুরু করে দলীয় কার্যালয়ের দ্বারে দ্বারে ঘুরতে হত চাকরির জন্য। কিন্তু আমাদের সরকার আসার পর আর কাউকে কারও পিছনে দৌড়াতে হয় না। কঠোর পরিশ্রম ও যোগ্যতাই এখন একমাত্র পথ।”
মন্ত্রী রতন লাল নাথ নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার ভবিষ্যতে যুব সমাজের জন্য আরও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে বদ্ধপরিকর এবং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রেখে তা আরও শক্তিশালী করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও সরকারের এই দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রশংসা করেন। সন্তানদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

