জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় কংগ্রেস ছাত্র-যুব সংগঠন যুব কংগ্রেস ও এন এস ইউ আই-র তরফে। বুধবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কংগ্রেস ভবন প্রাঙ্গণে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃত্ব।
উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, যুব সমাজকে যেভাবে অবক্ষয় গ্রাস করেছে এর থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্র নাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্র নাথের আদর্শকে তুলে ধরে উনার কর্মসূচীর প্রসার ঘটনাও অত্যন্ত প্রয়োজন।