জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশনে যোগ দিতে রাজ্যের প্রতিনিধিরা রওনা দিলেন আগরতলা রেল স্টেশন থেকে ।বেকারদের কর্মসংস্থানের দাবিতে সরব হয়েছে এ আই ডি ওয়াই ও। তাদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমস্ত শূন্য পদগুলি পূরণ করতে হবে। এই লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশনে যোগ দিতে রাজ্য থেকে এক প্রতিনিধি দল রাজ্য ত্যাগ করেছে। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার তার শুন্য পদগুলি পূরণ করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। যার ফলে রাজ্যে বেকারের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।