Site icon janatar kalam

যুব উন্নয়নে ঐতিহাসিক পদক্ষেপ: ৬২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লি থেকে যুবসমাজের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের যুবকদের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী PM-SETU (Prime Minister’s Scheme for Economic Transformation through Upgradation) প্রকল্পের উদ্বোধন করবেন, যার মাধ্যমে দেশজুড়ে এক হাজার সরকারি আইটিআই (ITI) আধুনিকীকরণ ও উন্নয়ন করা হবে।

এছাড়া তিনি বিহারের পুনর্গঠিত ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’-এরও উদ্বোধন করবেন। এই প্রকল্পের আওতায় পাঁচ লাখ স্নাতক যুবক-যুবতীকে দুই বছর ধরে প্রতি মাসে ১,০০০ টাকা ভাতা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বিহারে ‘জন নায়ক কर्पূরি ঠাকুর স্কিল ইউনিভার্সিটি’-রও উদ্বোধন করবেন, যা ইন্ডাস্ট্রি-ভিত্তিক কোর্স ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি তিনি বিহারের চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ও গবেষণা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিহটার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (NIT Patna) নতুন ক্যাম্পাস উৎসর্গ করবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী দেশের ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত নবরোদয় বিদ্যালয় ও একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত ১,২০০টি বৃত্তিমূলক স্কিল ল্যাবেরও উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইটিআই-র সেরা শিক্ষার্থীদের ‘কৌশল দীক্ষান্ত সমারোহ’-এ সম্মানিত করবেন।

Exit mobile version