Site icon janatar kalam

যুবমোর্চার নতুন ভোটারদের নিয়ে মতবিনিময় সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন ভোটারদের নিয়ে মতবিনিময় সভা। উত্তর জেলা বিজেপি কার্যালয়ে শনিবার নতুন ভোটারদের নিয়ে মতবিনিময় সভা হয়।উপস্থিত ছিলেন রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চার রাজ্য সম্পাদক শুভঙ্কর সাহা, যুব মোর্চার রাজ্য মুখপাত্র অম্লান মুখার্জি এবং উত্তর জেলার যুব মোর্চার বিভিন্ন স্তরের কার্যকর্তারা।

সভায় ধর্মনগর ,যুবরাজনগর এবং পানিসাগর থেকে মোট ৩৮০ জন নতুন ভোটার আলোচনা সভায় অংশ নেন। দ্বিতীয় পর্যায়ে পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটকে সামনে রেখে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন। যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান নতুন ভোটাররা পুনরায় মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য প্রচন্ড উৎসাহী।

কারণ মোদি ছাড়া এই দেশের এবং রাজ্যের বিশেষ করে যুবকদের, বর্তমান প্রজন্মদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে এর থেকে ভালো কেউ ভারতবর্ষে হতে পারে না। তাই মোদিকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে চায়।

 

Exit mobile version