Site icon janatar kalam

যুদ্ধ নিয়ে ইউক্রেনকে বার্তা নেটোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ দেড় বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, শক্তির বিচারে ইউক্রেন রাশিয়া থেকে দুর্বল হলেও দীর্ঘদিন ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে যুদ্ধ চালিয়ে আসছে ইউক্রেন। দু’দেশের এই হিংসার আগুন ন্যাটোর পক্ষ থেকে নেভানোর চেষ্টা করা হলেও কোনোভাবেই আগুন নেভানো সম্ভবপর হচ্ছে না, তাই এবার যুদ্ধ নিয়ে ন্যাটোর তরফে ইউক্রেনকে বড় বার্তা দেওয়া হয়েছে। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে ইউক্রেনের ওপর সমস্ত সিদ্ধান্ত ছেড়েছেন। তিনি বলছেন, “শুধুমাত্র ইউক্রেনই সিদ্ধান্ত নিতে পারে কখন রাশিয়ার সাথে আলোচনা করবে”। এখন দেখার বিষয় ইউক্রেন রাশিয়ার সাথে আলোচনা করার পর দুই দেশের পরিস্থিতি কোন দিকে গড়ায়।

Exit mobile version