Site icon janatar kalam

যুদ্ধবিরতি কেন? গোটা বিষয়টিকে নিয়ে ভারত সরকারকে স্পষ্টিকরণ দিতে হবে: বেবি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুদ্ধবিরতি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে ভারত সরকারের ব্যাখ্যা চাইলো সিপিআইএম দল। রবিবার আগরতলায় সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠকে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে দেশের সব কটি বিরোধী শিবিরই সরকারের পাশে থেকেছে। কেন্দ্রীয় সরকারের যুদ্ধ সংক্রান্ত কোন পদক্ষেপ নিয়ে বিরোধীরা কোন প্রশ্ন তোলেনি। কিন্তু আচমকা সংঘর্ষ বিরতি শুরু হতেই বিরোধী শিবির থেকে একের পর এক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে।

সংঘর্ষ বিরতির ব্যাখ্যা চেয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার প্রায় একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চাইল সিপিআইএম দল। আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা ঘোষণা করার বিষয়টি কোনমতেই মেনে নিতে পারছে না এই দল। রবিবার আগরতলায় সিপিআইএমের রাজ্য বৈঠকে যোগদান করে সংশ্লিষ্ট বিষয়ে এক প্রশ্নের উত্তরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি জানান, আমেরিকার প্রেসিডেন্ট কর্তৃক যুদ্ধ বিরতিরতি ঘোষণার বিষয়টি অপ্রত্যাশিত।

তিনি বিরক্তি প্রকাশ করে আরো জানান, যুদ্ধবিরতি ঘোষণা করার সময় ডোনাল্ড ট্রাম্পের সুর ইউ এস এ প্রেসিডেন্টের মতো ছিল না। তার গলার স্বর গোটা বিশ্বের প্রেসিডেন্টের মতো লাগছিল। এই বিষয়টি অপ্রত্যাশিত। যুদ্ধবিরতি সংক্রান্ত গোটা বিষয়টিকে নিয়ে ভারত সরকারকে স্পষ্টিকরণ দিতে হবে বলে দাবি করেন সর্বভারতীয় সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। সিপিআইএম দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো অভিমত ব্যক্ত করে বলেন ,তার দল মনে করে দ্বিপাক্ষিক সমস্যা সংশ্লিষ্ট দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতেই সমাধান হওয়া উচিত। এই ক্ষেত্রে তৃতীয় কোন পক্ষের হস্তক্ষেপ তার দল পছন্দ করেনা।

Exit mobile version