Site icon janatar kalam

যারা দল ছেড়েছে তাদের নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই : শরদ পাওয়ার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সবকটি রাজনৈতিক দলই নিজেদের শক্তির মহড়া প্রদর্শন করছে, কেউ এক সূচ জমি ছাড়তে নারাজ, ময়দান চোষে বেড়াচ্ছেন সকলেই। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি দলের যুবদের সামনে সাড়িতে নিয়ে আসা, কেননা যে দলে যত বেশী যুবশক্তি থাকবে সে দল ততবেশী জয়ের কিনারায় পৌছাতে ততটাই সক্ষম হবে। শনিবার দলের যুবশক্তি বাড়ানো প্রসঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, “যারা দল ছেড়েছে তাদের নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই।  এটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে, আমাদের উচিত নাগরিকদের সমস্যাগুলি তুলে ধরা এবং তাদের সমাধান করা।  যদি আমরা আমাদের যুব নেতাদের শক্তিশালী করতে পারতাম, তাহলে আসন্ন নির্বাচনে আপনি দুর্দান্ত সাফল্য দেখতে পাবেন। তাই, আমাদের কাজ শুরু করা উচিত এবং আমাদের আদর্শ নিয়ে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করা উচিত.। তাই আমি নিশ্চিত যে আমরা যদি এটি করতে পারি, আমরা তরুণ নেতাদের উঠতে দেখব।

Exit mobile version