জনতার কলম ওয়েবডেস্ক :- কোরআন পোড়ানো ‘মৌলিকভাবে অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ’, যা ‘ডেনমার্ক ও এর স্বার্থের ক্ষতি করে’। তাই সরকার একটি বিল পেশ করবে, যা ‘একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বের বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে।’ আইনটি বিশেষ করে জনসমাগমস্থলে অগ্নিসংযোগ ও অপবিত্রতাকে লক্ষ্য করবে। তাছাড়া নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২তম অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তাকে কাভার করে। হামেলগার্ড বলেন যে জাতীয় নিরাপত্তা নিষেধাজ্ঞার মূল ‘অনুপ্রেরণা’ ছিল। নিষেধাজ্ঞার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান ‘অনুপ্রেরণা’ উল্লেখ করে বিচারমন্ত্রী বলেন, ‘আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উসকে দিতে যথাসাধ্য চেষ্টা করে।’ আইনটি বাইবেল, তাওরাত বা উদাহরণস্বরূপ, ক্রুশের অবমাননার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে।