জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির গুরুতর আহত এক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকায়। বিবরণে প্রকাশ, আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে একটি দমদম দাঁড় করিয়ে কথাবার্তা বলছিল রবিন্দ্র দাস, সঞ্জয় দাস ও টিঙ্কু সরকার নামের ৩ ব্যাক্তি। তখন আচমকাই ঝড়ের গতিতে একটি কন্টেইনার গাড়ি এসে পেছন দিক থেকে টমটমে ধাক্কা দিয়ে দুর্ঘটনা গ্রস্থ হয় । গাড়ির ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় টমটম’টি। এদিকে ডাম্পার গাড়ির চালক টমটমটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরবর্তীতে বাড়ি ঘরের লোকজন ছুটে এসে প্রত্যক্ষ করতে পারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শক্তি ও সঞ্জয়। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে । অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় শক্তি ও সঞ্জয়’কে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে। এদিকে টমটম চালক টিংকু সরকারের অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়।