জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনায় স্বামীর পরে মর্মান্তিক মৃত্যু স্ত্রীর। গুরুতর আহত মহিলার মৃত্যু হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার। মৃতের নাম সোমা দেব। উনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খোয়াই সিঙ্গিছড়া শিববাড়ি এলাকায়। চলতি মাসের ১৫ তারিখ রাতে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে খোয়াইর মহাদেবটিলা এলাকায়।
খোয়াই মহাদেবটিলা এলাকা থেকে সিঙ্গিছড়া শিব বাড়ি এলাকার বাসিন্দা রঞ্জিত দেব নিজের বাইকে করে স্ত্রী সোমা দেব ও নাবালিকা কন্যাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। মহাদেবটিলা চৌমুহনীতে পৌঁছানোর পর একটি বোলেরো দ্রুতগতিতে এসে রঞ্জিত দেবের বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
এতে রঞ্জিত দেব, স্ত্রী সোমা দেব ও তাদের নাবালিকা কন্যা গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে খোয়াই দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করে দেন।
অপরদিকে আহত মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। অবশেষে মঙ্গলবার রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৃত রঞ্জিত দেবের স্ত্রী সোমা দেব। মৃত রঞ্জিত দেব ও সোমা দেবের আহত কন্যা বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। তবে তার একটি হাত ও একটি পা ভেঙ্গে গেছে বলে জানা গেছে।