জনতার কলম আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরার পথে আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল যাত্রাপুর থানা। মঙ্গলবার সকালে নিদয়া তিন ঢেপা এলাকায় যাত্রাপুর থানার উদ্যোগে পরিচালিত হয় বৃহৎ গাঁজা কাটিং অভিযান। এ নিয়ে থানার এটি নবম সাফল্য। অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ট বর্ধন। তাঁর সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্তসহ থানার অন্যান্য পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানরা। অভিযানে প্রায় ৫ থেকে ৬টি প্লটে বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা ৫,০০০টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়।
একান্ত সাক্ষাৎকারে সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, “নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য — নেশামুক্ত ত্রিপুরা গঠন।” স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানার এই ধারাবাহিক অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করেছে। অপরদিকে, গাঁজা কারবারিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। নেশা বিরোধী লড়াইয়ে একের পর এক সাফল্যের মাধ্যমে যাত্রাপুর থানার নাম এখন ত্রিপুরা জুড়ে আদর্শ দৃষ্টান্ত হয়ে উঠছে।

