Site icon janatar kalam

” যদি করেন রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ ” : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনীস্থিত একটি বিয়ে বাড়িতে এই রক্তদান শিবির হয়। এর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এই প্রতিষ্ঠান এইবার নিয়ে চতুর্থবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করে। উদ্যোক্তাদের দাবি রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তারা নিজেদেরকে জড়িয়ে রাখেন বছরভর। এবছর আরো তিনটি রক্তদান শিবির পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের বলে জানান উদ্যোক্তারা।

রক্তদান শিবিরটি ঘুরে দেখে মেয়র দীপক মজুমদার বলেন, ধর্ম মানেই মানব সেবা। এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান মানব সেবায় এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বছরভর সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে জড়িত রাখায় তাদের অভিনন্দন জানান তিনি। শিবিরে রক্তদাতাদের বেশ উৎসাহ দেখা যায়। মেয়র রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান।

Exit mobile version