জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরই গোটা বিশ্বব্যাপী পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করে থাকেন দলের নেতাকর্মীরা। এবছরও যেন তার ব্যতিক্রম নয়। পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবসটি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত। মঙ্গলবার সকালে পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলারমাঠ স্থিত পার্টির রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর। উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী শ্যামল দে সহ আরো অনেকে। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন নারায়ন কর বলেন, অনেক বাধা-বিপত্তি শহীদের রক্তে লাল ঝান্ডা এখন অনেক উজ্জীবিত। দেশের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার মৌলিক অধিকার রক্ষা করার জন্য লাল ঝান্ডা তীব্র গতিতে অগ্রসর হবে।