জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-যথাযোগ্য মর্যাদায় রাজ্যে জনজাতি দিবস পালন করা হয়। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার জনজাতি দিবস পালন করা হয়। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সহ জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা।
বিধায়ক কিশোর বর্মণ জানান এদিনের অনুষ্ঠানকে দুটি ভাগে পালন করা হচ্ছে। একদিকে যেমন জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে, তেমনি অপরদিকে হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হস্ত তাঁত ও হস্ত কারু শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও বলেন একটা সময় পূর্বাশা মাঠ জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
বিগত সরকারের সময়ে পূর্বাশা মাঠকে নেশা কারবারিদের আতুর ঘরে পরিণত করা হয়েছে। বর্তমানে পূর্বাশা মাঠকে সঠিক কাজে লাগানো হচ্ছে। এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্বাশার চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সহ জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা।