Site icon janatar kalam

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্ম জয়ন্তী 

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক।  প্রতিবছর উনার জন্ম জয়ন্তী উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এবছরও ব্যতিক্রম ঘটেনি। মঙ্গলবার রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে দিনটি পালন করা হয়।

উপস্থিত সকলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি কৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন শরৎ সংস্কৃতি পরিষদের সম্পাদক মিলন চক্রবর্তী সহ অন্যান্যরা। শরৎ সংস্কৃতি পরিষদের উদ্যোগে হয় এই অনুষ্ঠান।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্ম জয়ন্তী এদিন পালন করা হয়। শরৎ সংস্কৃতি পরিষদের সম্পাদক মিলন চক্রবর্তী জানান বর্তমান সমাজ ব্যবস্থায় শরৎ সাহিত্য পাঠ অত্যন্ত জরুরী। বর্তমান প্রজন্ম যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে জানতে পারে তার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে তাদের সামনে তুলে ধরা প্রয়োজন।

 

 

Exit mobile version