জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-হোস্টেল সুপার বদলি করতেই কান্নায় ভেঙে পড়ল ছাএীরা। ঘটনা গন্ডাছড়া মহকুমার টিটিএএডিসি সতিরুং রিয়াং রেসিডেন্সি এসটি বালিকা আবাসে। এই বালিকা আবাসে দীর্ঘ ৮বছর ধরে সূর্য প্রভা চাকমা সুপার হিসেবে কর্মরত ছিলেন। সূর্য প্রভা চাকমা ছাএীদের সঙ্গে সু সম্পর্ক গড়ে তোলেন। সোমবার টিটিএএডিসি থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় যে , এদিনের মধ্যে তাকে সতিরুং রিয়াং রেসিডেন্সি এসটি ছাএী আবাস ছেড়ে অন্য স্কুলে যোগদান করতে হবে। আদেশ অনুসারে সোমবার বিকাল চারটায় চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময়ে প্রতিবাদী হয়ে কান্নায় ভেঙ্গে পড়েছে ছাত্রীরা। কিছুতেই তারা এই ম্যামকে আবাস ছেড়ে যেতে দেবে না।
ম্যামকে আবাস ছেড়ে যেতে দেবে না ছাত্রীরা
