Site icon janatar kalam

“মোদির মাকে নিয়ে অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ ত্রিপুরার মুখ্যমন্ত্রী”

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের ডারভাঙ্গায় INDIA জোটের এক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মা হীরাবেন মোদিকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, “এটি একেবারেই নিন্দনীয়। প্রধানমন্ত্রীকে কেবল গরিব পরিবারের সন্তান বলে অবমাননা করা হয়েছে। কংগ্রেস দেশের অগ্রগতিকে মেনে নিতে পারছে না। এইবার ব্যবহৃত ভাষা সব সীমা অতিক্রম করেছে। বিহারের মাটিতে এই রাজ্যের ঐতিহ্যকে অপমান করা হয়েছে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের উসকানির ফলেই এ ধরনের কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তিনি স্পষ্ট জানান, “এমন আচরণ দেশের মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের উচিত অবিলম্বে বিহারবাসী ও দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।”

এদিকে, ঘটনার জেরে ডারভাঙ্গা পুলিশ রিজভি রাজা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনাকে কেন্দ্র করে পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষও বাঁধে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Exit mobile version