মোদির জন্মদিনে গর্ভবতী মহিলাদের হাতে পুষ্টিকর খাবার, সামাজিক উদ্যোগে এগিয়ে কর্পোরেটর অভিষেক দত্ত
janatar kalam
জনতার কলম আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে শুক্রবার আগরতলার ১৮ নং ওয়ার্ডে দেখা গেল এক মানবিক দৃশ্য। ওয়ার্ড কর্পোরেটর অভিষেক দত্তের উদ্যোগে এলাকার গর্ভবতী মহিলাদের হাতে তুলে দেওয়া হলো পুষ্টিকর খাদ্যের ব্যাগ। ওয়ার্ড কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে রেজিস্ট্রিকৃত গর্ভবতী মহিলারাই এই সুবিধা পান। প্রতিটি মহিলাকে ডাল, চাল, ডিম, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সাজানো ব্যাগ হাতে তুলে দেন কর্পোরেটর অভিষেক দত্ত।
ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের গ্রামীণ ও শহরতলির অনেক পরিবারে এখনও গর্ভবতী মহিলাদের পুষ্টিহীনতার সমস্যা বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় কর্পোরেটরের এই উদ্যোগ শুধু প্রতীকী নয়, বরং গর্ভকালীন সময়ে সঠিক পুষ্টি সরবরাহের গুরুত্বের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অভিষেক দত্ত এর আগেও একাধিক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। গত বছরেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তিনি একই উদ্যোগ নেন।
এলাকাবাসীর মতে, ব্যক্তিগত উদ্যোগে এভাবে ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কাজ করে তিনি ইতিমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করেছেন। খাদ্যসামগ্রী পেয়ে খুশি গর্ভবতী মহিলারা জানান, এই সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনে বিশেষ উপকারে আসবে। বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এটি এক প্রকার ভরসা। অনেকেই কর্পোরেটরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শুধু সরকারি প্রকল্প নয়, স্থানীয় জনপ্রতিনিধিদেরও যদি এমন উদ্যোগ থাকে তবে মাতৃস্বাস্থ্য ও শিশুর সুস্থ জন্ম নিশ্চিত করতে অনেকটাই সহায়তা হবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা। এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা দেয়—যে, রাজনীতি শুধু ভোট নয়, সামাজিক দায়িত্বও বহন করে।
মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি একদিকে যেমন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর প্রতীক হয়ে উঠল, অন্যদিকে গর্ভবতী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতার বিষয়টিও সামনে এনে দিল। অভিষেক দত্তের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিল।