Site icon janatar kalam

মোদির গ্যারান্টি ব্যর্থ, মানুষের কাছে পৌঁছায় না, প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মল্লিকার্জুন খড়গের 

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লিতে, কংগ্রেস দেশের জনগণের কাছে দলের ৫ ন্যায়বিচার, ২৫ গ্যারান্টি’ নিয়ে যাওয়ার জন্য ‘ঘর-ঘর গ্যারান্টি’ প্রচার শুরু করেছে। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে এটি শুরু করেছিলেন। পার্টি অন্তত ৮ কোটি বাড়িতে কংগ্রেস গ্যারান্টি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

কংগ্রেস সভাপতি খার্গে বলেছেন যে পার্টি কর্মীরা অন্তত ৮ কোটি বাড়িতে গ্যারান্টি কার্ড পৌঁছে দেবেন। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা কী কাজ করব তা তিনি জনগণকে বলবেন। তিনি আরও বলেন, আমরা জনগণকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের সরকার সবসময় গরীবদের পাশে থাকবে এবং গরীবদের জন্য কাজ করবে।

খড়গে আরও বলেছেন যে মোদীজি তার গ্যারান্টির কথা বলছেন, কিন্তু তার গ্যারান্টি সফল হয়নি। মানুষ তাদের গ্যারান্টি পায়নি। তিনি প্রতিবছর দুই কোটি চাকরির কথা বললেও মানুষ চাকরি পায়নি। তারা প্রত্যেকে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই গ্যারান্টিটিও পূরণ হয়নি। খাড়গে অভিযোগ করেছেন যে মোদী সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।

Exit mobile version