Site icon janatar kalam

মে মাসেই প্রকাশিত হবে TBSE পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের মধ্যেই প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরী।তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে ফলাফল।

এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছে ২৩ হাজারের সামান্য বেশি পরীক্ষার্থী। আর মাধ্যমিকে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী। তিনি জানান, ফলাফল প্রকাশের পরে বছর বাঁচাও পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। মে মাসের ৯ তারিখ উত্তর পত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের জন্য যেসব কাজ রয়েছে সেগুলি এখন চলছে।

Exit mobile version