জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মেলাঘরের ঐতিহ্যবাহী রথের মেলা ও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৪মে মেলাঘর জগন্নাথ মন্দির মিলনায়তনে উৎসব কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসব কমিটির পক্ষ থেকে গত বছরের রথ যাত্রা উৎসবের আয় ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং নতুনভাবে গড়ে উঠা মেলাঘর জগন্নাথ মন্দিরের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা, রথের মেলার মাঠ ও রাস্তাঘাট সংস্কার সহ মেলাঘরের প্রধান সড়ক থেকে জগন্নাথ মন্দিরে যাওয়ার সড়কটি দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপরও গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি মেলাঘর জগন্নাথ মন্দিরের মাঠকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এদিন বৈঠকে এবছরের আসন্ন মেলাঘরের রথ যাত্রা উৎসবকে সার্বিকভাবে সম্পন্ন করার জন্য একটি পরিচালন কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। পরিচালন কমিটির সভাপতি হিসাবে মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, যুগ্ম সম্পাদক হিসাবে জয়ন্ত সাহা ও গোপাল বণিক এবং কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন মানিক চক্রবর্তী। বৈঠকে মেলাঘর পুর পরিষদের ডেপুটি সিইও অনীশ দেবনাথ, পুর পরিষদের কাউন্সিলারগণ সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।