Site icon janatar kalam

মেরি মিট্টি মেরা দেশ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে এলো টিজিইএফ(TGEF)

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবান অনুযায়ী দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিছু কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী যার অঙ্গ হিসাবে গোটা দেশসহ রাজ্যে ও পালিত হচ্ছে মেরি মিট্টি মেরা দেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি, তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার এক বৃক্ষরোপণ কর্মসুচির ঊদ্যোগ গ্রহন করে ত্রিপুরা গভমেন্ট এমপ্লয়ীজ ফেডারেশন বা টিজিইএফ। এই উপলক্ষে শুক্রবার বনমালিপুরের বিভিন্ন এলাকায় ৭৫টি গাছের চারা রোপণ করা হয় সংগঠনের পক্ষ থেকে । এদিনের কর্মসূচিতে উপস্হিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। বৃক্ষ রোপণ শেষে বিজেপি রাজ্য সভাপতি বলেন, শুধু বৃক্ষ রোপণই নয় ,এই গাছ গুলি সঠিক পরিচর্যার মাধ্যমে কিভাবে বড় করা যায় সেই দিকে লক্ষ্য রেখেই করা হচ্ছে এই কর্মসুচি। তাছাড়া এ ধরনের মহতী কর্মসূচি হাতে নেওয়ার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

 

 

 

Exit mobile version