Site icon janatar kalam

“মেরা মাটি মেরা দেশ” কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা বিজেপি সভাপতি বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করলেন মাটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ‘আমার মাটি আমার দেশ’কর্মসূচির অঙ্গ হিসেবে সারাদেশে চলছে এখন মাটি সংগ্রহের কাজ। সরকার ও শাসক দল বিজেপির উদ্যোগে সংগ্রহীত এই মাটি দিয়ে দিল্লিতে তৈরি করা হবে অমৃতবাটিকা। যার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই গোটা দেশের সাথে রাজ্যেও চলছে এখন বিভিন্ন বুথ ও মন্ডলের প্রতিটি বাড়ি থেকে মাটি সংগ্রহের কাজ।আর এই কাজে সামিল হলেন রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিরা। রাজ্যে গত দুদিন ধরেই চলছে বিভিন্ন বুথ ও মন্ডলের প্রত্যেকটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করার কাজ।সংগ্রহীত এই মাটি পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। তাই দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে বুধবার দ্বিতীয় দিনেও মাটি সংগ্রহের কাজ অব্যাহত রাখলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। এদিন শ্রী ভট্টাচার্য মেরা মাটি মেরা দেশ কর্মসূচির অঙ্গ হিসেবে বনমালীপুর এলাকায় বেশ কয়েকটি বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করলেন মাটি। একইভাবে এদিন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল বাপি দাস কর্পোরেটর অঞ্জনা দাসকে সাথে নিয়ে আধার কার্ড এলাকায় বাড়ি বাড়ি থেকে পবিত্র মাটি সংগ্রহ করলেন মেয়র দীপক মজুমদার। মূলত এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার মোদিজীর যে সংকল্প তাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই এই প্রয়াস। দুদিন ব্যাপী এই কর্মসূচির শেষ দিন বাড়ি বাড়ি গিয়ে মাটি সংগ্রহ করার কাজের ফাঁকেই প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য জানান, গোটা দেশকে এক সূত্রে বাঁধার লক্ষ্যে প্রধানমন্ত্রী সংগ্রহীত মাটি দিয়ে অমৃতবাটিকা তৈরি করবেন।

 

 

 

Exit mobile version