Site icon janatar kalam

মেয়ের অন্নপ্রাশনের দিন মায়ের মৃত্যু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত মাস বয়সী মেয়ের অন্নপ্রাশনের পায়েস রান্না করতে গিয়ে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল গৃহবধুর। মৃত গৃহবধুর নাম শিপ্রা সরকার , স্বামীর নাম তপন সরকার। বাড়ি সিদাই মোহনপুর তুলাবাগান এলাকায়।মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে তুলা বাগান এলাকায়।

প্রসঙ্গত মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়েছিল গৃহবধূটি। একদিনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে হার মেনে নিয়েছে। মাত্র দুই বছর আগে তুলাবাগান এলাকার তপন সরকারের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়েছিল শিপ্রার।

Exit mobile version