Site icon janatar kalam

মেয়াদোত্তীর্ণ ইনজেকশন গর্ববতী মহিলাকে পুষ, দোকানের বিরুদ্ধে থানায় মামলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বিভিন্ন ওষুধের দোকানগুলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের রমরমা বাণিজ্য চলছে। রোগী কিংবা রোগীর পরিবার ওষুধের এক্সপেয়ারি ডেট না দেখলেই বিপদ। লাল বাহাদুর চৌমুহনী সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়া হয় এক রোগিনীকে। নাম রুবি দেব। উনার স্বামী এই অভিযোগ করেছেন।

ইনজেকশনটি পুশ করার পর দেখা যায় গত মার্চ মাসেই এর মেয়াদ চলেগেছে। এই অবস্থায় রোগিণীর পরিবার বিষয়টি পূর্ব আগরতলা থানায় জানিয়েছেন। যদিও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে দোকান মালিকও বিষয়টির পরিণতি কি হবে তা ডাক্তার ও ভগবানের উপর ছেড়ে দেন। এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ড্রাগ ইন্সপেক্টরদের ভূমিকা নিয়ে? কি করেন তারা?

মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা ইঞ্জেকশনে রোগীর কোনো বিপদ হলে কে নেবে এর দায়ভার? খোদ রাজধানীর বুকে একটি প্রতিষ্ঠিত দোকানে এই ভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। জীবনদায়ী ওষুধ নিয়ে এই ধরনের প্রতারনা আরো বেশ কিছু দোকানে চলছে বলে অভিযোগ। এমনও শোনা যাচ্ছে ওষুধের পাতার মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পিরিট দিয়ে মুছে ফেলে নতুন তারিখ দেওয়া হচ্ছে।

Exit mobile version