জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রানীরবাজার এলাকায় মূর্তি ভাঙ্গা ও বাড়িঘরে হামলা- অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির জানাল তিপ্রা মথা। দলের তরফে নিন্দা জানানো হয়েছে কইতরাবাড়ির ঘটনায়। বুধবার দলের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতা মেবার কুমার জমাতিয়া, দলের মাইনরিটি বিভাগের নেতৃত্ব।
সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে ১৮-২০ টি বাড়িতে লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। গাড়ি, গবাদি পশু, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা রাতের আঁধারে। সর্বশান্ত হয়েছে বেশকিছু পরিবার। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা। নেতৃত্ব আবেদন রাখেন পুলিস প্রশাসন ও সরকারের কাছে ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিপ্রা মথার নেতৃত্ব।