জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজের পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এবং যুবকদের উন্নয়নের লক্ষ্যে বিপুল ভোটে জয়ী করতে হবে বিজেপি মনোনীত প্রার্থীদের। সাংবাদিক বৈঠকে এই আহ্বান রাখেন বক্সনগরের তিপরা মথা বিজিত প্রার্থী তথা দল থেকে বহিষ্কৃত আবু খয়ের। আবু খয়ের তাকে তিপরা মথা দল থেকে বহিষ্কার করা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলেন সমাজের স্বার্থে, পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় ও যুব সম্প্রদায়ের স্বার্থে কথা বলার জন্যই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি চাইবো গত ২৫ বছর বক্সনগর এলাকার যে উন্নয়ন সিপিএম দল করতে পারেনি সেই উন্নয়ন এবার বিপুল ভোটে জয়ী হয়ে করে দেখাবে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। এদিন আবু খয়ের বলেন রাইফেলের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে আর কখনো ফিরিয়ে ঢুকানো যায় না। বক্সনগর এর উন্নয়নের ধারাকে সুদৃঢ় করতে জয়ী করতে হবে বিজেপি প্রার্থীকেই।