Site icon janatar kalam

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল সদর জেলা কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা তা রাজনীতির উর্ধে উঠতে পারলে অতিবড় বিজেপি কর্মীরাও মানবেন। আবার সেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার মান্নোনয়ন ও পূর্ন সময়ের স্বাস্থ্য মন্ত্রীর দাবিতে সোচ্চার হলো সদর জেলা কংগ্রেস। তাদের দাবি মুখ্যমন্ত্রীকে নিজের ব্যর্থতা স্বীকার করে স্বাস্থ্য দপ্তর ছেড়ে দিতে হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। তা সবারই জানা।

এ আর নতুন কিছুনা। তাইতো রাজ্যের মন্ত্রী বিধায়করা পরিবারের লোকজনদের এপোলো কিংবা এইমসে নিয়ে যান। অথচ স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বলে বেড়ান স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রীকে ব্যর্থতার দায়ভার স্বীকার করে স্বাস্থ্য দপ্তর ছেড়ে দিতে হবে। চাই একজন পূর্ন সময়ের স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ পরিষেবার মানোন্নয়ন। শনিবার এই দাবিতে সদর জেলা কংগ্রেস ডেপুটেশন দেয় ওপাবস্তি স্থিত স্বাস্থ্য অধিকর্তার কাছে। সেখানে তারা বিক্ষোভও দেখান। জেলা কংগ্রেস এর এক নেতা অভিযোগ করেন, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি তেই বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যু হচ্ছে।

আর গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার কথাতো বলার অপেক্ষা রাখে না। ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই। এদিকে মেডিক্যাল পরীক্ষায় দুর্নীতি চলছে, টাকা দিয়ে পাশ করানো হয়। অথচ মুখ্যমন্ত্রী টু শব্দটুকুও করছেন না। স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা নিয়ে প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। বিনা চিকিৎসায় কিংবা ভুল চিকিৎসায় মৃত্যু অথবা ডাক্তার বা নার্সের কর্তব্যে গাফিলতিতে মৃত্যুর অভিযোগ প্রায়ই উঠে আসে।হাসপাতালগুলিতে ডাক্তার, স্বাস্থ্য কর্মী সংকট। ওষুধ নেই। স্বাস্থ্য কর্মীদের দুর্ব্যবহার এর অভিযোগ প্রায় নিয়মিত উঠে আসছে। মুখ্যমন্ত্রী যেহেতু একজন ডাক্তার তাই তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর মানুষ ভেবে ছিলেন এবার হয়তো প্রকৃত অর্থেই স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ঘটবে। কিন্তু না, অবস্থার কোনো পরিবর্তন নেই। জেলা কংগ্রেসের এই আন্দোলনের পর আসাও জনস্বার্থে সরকার বিষয়টি নিয়ে ভাববে কিনা সেটাই দেখার বিষয়।

Exit mobile version