জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে চালু হবে চা ই-নিলাম কেন্দ্র। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই শিল্যানাস হবে রাজধানীর গুর্খাবস্তীতে। বুধবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সাংবাদিক সম্মেলনে একথা জানান। নিগমের অফিসে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস, বোর্ড অব ডিরেক্টর স্বরাজ সরকার সহ অন্যরা।
চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত একটি চাহিদা পূরণ হতে যাচ্ছে। রাজ্যে ৫৪ টি বড় বাগান আছে। সমবায়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে ১৩ টি চা বাগান। ২৮০০-র মতো ক্ষুদ্র চা চাষি রয়েছেন রাজ্যে। যারা রাজ্যের মোট উৎপাদনের ৩০ শতাংশ সরবরাহ করে থাকেন। তিনি জানান বছরে ত্রিপুরায় ৯০ লাখ থেকে ১ কোটি কেজি চা উৎপাদন হয় রাজ্যে।
এই উৎপাদিত চা- র একটা অংশ বিক্রি হয় রাজ্যেই। আর একটা অংশ বহিঃরাজ্য পশ্চিমবাংলা- আসামে নিলাম বাজারে বিক্রি হয়। এতে করে চা গোদামজাত ও পরিবহণে অনেক খরচ হয়। সে জন্য ত্রিপুরায় একটি নিলাম কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।