মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে বুধবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করলো স্বাস্থ্য দপ্তরের কর্মচারীবৃন্দ।আইজিএম হাসপাতালের আগরতলা গভারমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্মদিন। মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার সকালে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে স্বাস্থ্য দপ্তরের কর্মচারীবৃন্দ। আইজিএম হাসপাতালের আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রক্তদান মহৎ দান তা আমরা সকলেই জানি। কিন্তু রক্তদানে আমাদের যে উদ্দীপনা জুগিয়েছেন তার জন্মদিন আজ। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। মেয়র আরো বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর এই আহ্বানে সাড়া দিয়ে দিকে দিকে রক্তদান শিবিরের আয়োজন চলছে।
তিনি আরো জানান ,এই রক্তদান শিবিরের যারা রক্তদান করছেন তারা তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ দান করছেন। কারণ রক্তের কোন বিকল্প হয় না। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার দীর্ঘায়ু কামনা করেন মেয়র। জন্মদিন উপলক্ষে মুখ্যমন্ত্রী কে অভিনন্দন জানান তিনি।