Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর জন্মদিনে ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রবীণ নাগরিক সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে রাজ্যের একটি পরিবর্তন এসেছে , বুধবার মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগরতলা পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত প্রবীণদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বললেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই অনুষ্ঠানে ৩৯ নম্বর ওয়ার্ড এলাকার ১০ জন প্রবীণ ব্যক্তিত্বকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার জন্মদিন উপলক্ষে বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সমাজসেবামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে আগরতলা পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রবীণ এলাকাবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়।

মোট ১০ জন প্রবীণকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,আজ এমন একজন লোকের জন্মদিন পালন করা হচ্ছে যিনি সারা রাজ্যের অভিভাবক।

তিনি বলেন ,রাজ্যবাসীর সৌভাগ্য এমন একজন গুণী মানুষকে রাজ্যবাসী মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। শিক্ষা ,সাস্থ্য, কৃষি সহ অন্যান্য বিষয়ে সার্বিক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, রাজ্যে শান্তি আছে বলেই এই উন্নয়ন সম্ভব হচ্ছে। সবাই যার যার মতো করে ধর্মচর্চা করতে পারছেন। মেয়র জানান ,মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে একটি পরিবর্তন এসেছে।

এই অনুষ্ঠান উপলক্ষে ৩৯ নম্বর ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গনে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মেয়র দীপক মজুমদার ,স্থানীয় কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Exit mobile version