Site icon janatar kalam

মীনা বেগম নামে আটক এক মহিলা ড্রাগসকারবারি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলারাও এখন সমান ভাবে পুরুষদের সঙ্গে ড্রাগসের নেশার কারবারে জড়িয়ে পড়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মতিনগর এলাকা থেকে মীনা বেগম নামে এক মহিলার বাড়ি থেকে ২১ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে আমতলী থানার পুলিশ। একইসঙ্গে ওই মহিলাকেও আটক করা হয়। উদ্ধারকৃত ব্রাউন সুগার এর কালো বাজারে মূল্য লক্ষাধিক টাকা বলে ওসি জানিয়েছেন।

মীনা বেগমকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই কাজের সঙ্গে যুক্ত আরো এক কারবারি সোহাগ মিয়ার নাম পায়। তার বাড়ি গাবর্দী এলাকায়। বুধবার পুলিশ রিমান্ড চেয়ে মীনা বেগমকে আদালতে তোলা হয়। এমনটাই জানান আমতলী থানার ওসি পরিতোষ দাস। পুলিশ সোহাগ মিয়াকে গ্রেপ্তার করতে তৎপরতা চালিয়েছে। উল্লেখ্য নেশা কারবারিদের যেমন রমরমা চলছে তেমনি বসে নেই পুলিশও।

Exit mobile version