জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মালবাহী দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত একচালক। ঘটনা শুক্রবার ভোরবেলা খোয়াই মহকুমার চাম্পাহাওর থানার অধীন ২০৮ সড়কের নিবারণ বাড়ি এলাকায়। নিহত গাড়ির চালকের নাম ইসমাইল মিয়া, বাড়ি উদয়পুরের পালটানা এলাকায়। নিহত চালকের মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের হাতে তুলে দেয়।
আগরতলা থেকে বড় কন্টেনার গাড়ি নিয়ে বহি রাজ্যের উদ্দেশ্যে মাল আনার জন্য রওনা হয়। খোয়াইয়ের নিবারণ বাড়ি এলাকায় আসতে রাস্তার পাশে দাঁড় করানো ছিল আরেকটি মাল গাড়ির সাথে কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে গুরুতর ভাবে যখম হয়েছে কন্টেনার গাড়ির চালক ইসমাইল মিয়া।
ভোরবেলা প্রাত ভ্রমণকারীরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে। দপ্তরের একটি ইঞ্জিন ছুটে গিয়ে গুরুতরভাবে আহত চালককে উদ্ধার করে খোয়াই যারা হাসপাতালে নিয়ে আসে। এদিকে খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইটি গাড়ি ঘটনাস্থল থেকে বেহালা বাড়ি বাড়িতে নিয়ে যায়।