Site icon janatar kalam

মায়ের বকুনিতে অভিমান: ফাঁসিতে আত্মহত্যা নাবালিকার, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-খোয়াই জেলার পূর্ব গণকি এলাকায় মর্মান্তিক ঘটনায় ফাঁসিতে আত্মহত্যা করল ১৫ বছরের এক নাবালিকা কিশোরী। মৃত নাবালিকার নাম জানা গেছে, সে ওই এলাকার বাসিন্দা স্বপন শুক্ল বৈদ্যের কন্যা।

ঘটনার বিবরণে খোয়াই মহিলা থানার সাব-ইন্সপেক্টর সুমিত্রা কপালী জানান, গতকাল রাতে পুলিশের কাছে খবর আসে যে পরিবারের অন্যান্য সদস্যদের অলক্ষে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই নাবালিকা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেন।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাটিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, আজ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মায়ের বকুনিতে অভিমান করেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই নাবালিকা। তবে পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনাকে ঘিরে পূর্ব গণকি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যে শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

Exit mobile version